গাজীপুর মহানগরের জয়দেবপুর থানাধীন নয়নপুর পূর্ব পাড়ায় ভাড়া বাসা থেকে নিখোঁজ হয়েছে দশ বছর বয়সী এক শিশু বালিকা। শিশুটির নাম মোছাঃ মীম (১০)। সে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বারা গ্রামের বাসিন্দা মোঃ আল আমিন ও মোছাঃ পারভীন আক্তারের কন্যা।
শিশুটির দাদা মোঃ হারুন অর রশিদ (৬০), মৃত হালিমের পুত্র, বারা গ্রামের স্থায়ী বাসিন্দা, জয়দেবপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। ডায়েরি অনুযায়ী, গত ১১ মে ২০২৫ খ্রি. দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে মীম কাউকে কিছু না বলেই বাসা থেকে বের হয়ে যায় এবং এরপর আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাননি।
শেষবার শিশুটির পরনে ছিল কামিজ ও সেন্ডেল। তার গায়ের রং শ্যামলা এবং মুখমণ্ডল গোলাকার।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার জয়দেবপুর থানায় ২০ মে দুপুর ২টায় একটি সাধারণ ডায়েরি (নং-৯৯১) করেন। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
শিশুটির সন্ধান পেলে বা কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পরিবার।
যোগাযোগ: মোঃ হারুন অর রশিদ, মোবাইল: ০১৭৮২-৮০৪৮৫৭