1. live@dhakatimes360.online : ঢাকা টাইমস ৩৬০ : ঢাকা টাইমস ৩৬০
  2. info@www.dhakatimes360.online : ঢাকা টাইমস ৩৬০ :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকায় মাছের খামারে মৃত মুরগির নাড়িভুড়ি খাওয়ানোর অপরাধে জেল ও জরিমানা ময়মনসিংহ দক্ষিণ জেলা উলামা দলের আহবায়ক আলহাজ্ব মাওঃ মোঃ মফিজুর রহমানকে ফুল দিয়ে বরণ মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে আলহাজ্ব হাতেম খান ভালুকায় শহীদ জিয়া স্মৃতি নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাজীপুর সাংবাদিক পরিষদের বার্ষিক আনন্দ ভ্রমণ ২০২৫ আমাদের আচরণ যেন আওয়ামী লীগের মতো না হয়: আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম ভালুকায় অটো টেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ভালুকা থানার ওসি হুমায়ুন কবির জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ গাজীপুরে ইসলামি ছাত্রশিবিরের সাথী সমাবেশ অনুষ্ঠিত ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষে দারুননাজাত মডেল মাদ্রাসা

আগামী ৫ বছরে এআই কেড়ে নেবে চাকরি!

মোঃ পারভেজ আহমেদ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যেভাবে দ্রুত গতিতে এগোচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে চাকরির বাজারে বড় ধরনের পরিবর্তন আসবে, এমনই শঙ্কা প্রকাশ করেছেন গুগল ডিপমাইন্ডের সিইও ডেমিস হাসাবিস।

ডেমিস হাসাবিস মতে, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে অনেক প্রচলিত চাকরি হারিয়ে যাবে, আর উদয় হবে একেবারে নতুন ধরনের পেশার। তাই কিশোর-কিশোরীদের এখন থেকেই এআই শেখা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের দিকে ঝুঁকতে বলছেন তিনি। প্রযুক্তির গতিধারায় পিছিয়ে না পড়ে বরং নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি এখন থেকেই নেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গুগল ডিপমাইন্ডের সিইও ডেমিস হাসাবিসের মতে, যুগের পর যুগ প্রযুক্তি মানবজীবনে পরিবর্তন এনেছে।

যেমন: ইন্টারনেট বদলে দিয়েছে ৮০ ও ৯০-এর দশকের প্রজন্ম মিলেনিয়ালদের জীবনধারা। এরপর স্মার্টফোন যুগ বদলে দিয়েছে জেনারেশন জেড বা জেন-জেড’র জীবনযাত্রা।

ঠিক তেমনি, আগামী প্রজন্ম জেনারেশন আলফার জীবন ও ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে এআই। হাসাবিসের ভাষায়, ‘যারা এখন থেকেই এআই শিখবে, ব্যবহার শিখবে এবং বুঝে প্রযুক্তির সঙ্গে চলবে, তারাই ভবিষ্যতের বিজয়ী।’

২০২২ সালে ওপেনএআই-এর তৈরি চ্যাটজিপিটি চালুর পর থেকেই বিশ্বজুড়ে এআই প্রযুক্তি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শুধু প্রযুক্তি প্রেমীরা নয়, সাধারণ চাকরিজীবী থেকে শুরু করে উদ্যোক্তারাও ভাবছেন, এআই কি তাঁদের কাজ কেড়ে নেবে?

হাসাবিস স্পষ্ট করে বলেন, ‘হ্যাঁ, কিছু চাকরি হারিয়ে যাবে। কিন্তু তার মানে এই নয় যে কাজ থাকবে না। বরং পরিবর্তিত বাস্তবতায় তৈরি হবে একেবারে নতুন ধরনের পেশা।’

উদাহরণ হিসেবে তিনি বলেন, আগে যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ইউএক্স ডিজাইনার, ক্লাউড ইঞ্জিনিয়ার ছিল না, ঠিক তেমনই এখনো নাম না জানা অনেক পেশার জন্ম হবে শুধুমাত্র এআই ঘিরে।

এতে যারা মানিয়ে নিতে পারবে, নতুন কিছু শিখতে আগ্রহী হবে এবং সৃজনশীলভাবে কাজ করতে পারবে, তারাই টিকে থাকবে এবং এগিয়ে যাবে।

হাসাবিস প্রযুক্তি শেখাকে কেবল সফটওয়্যার ব্যবহার শেখায় সীমাবদ্ধ রাখতে চান না। তিনি বলেন, ‘শুধু জানলেই হবে না যে গুগল কীভাবে ব্যবহার করতে হয়, বুঝতে হবে গুগল কীভাবে কাজ করে।’

এজন্যই তিনি জোর দেন বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) বিষয়ের ওপর। পাশাপাশি তিনি যেসব সফট স্কিল বা মানবিক গুণ প্রয়োজন হবে বলে মনে করেন, তা হলো- শেখার আগ্রহ, মানিয়ে নেওয়ার ক্ষমতা, সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা।

ভবিষ্যতের অনেক কাজ মেশিন বা রোবট করে ফেলবে, তবে যে কাজগুলো মানবিক বুদ্ধিমত্তা ও চিন্তা দাবি করে, সেসব কাজেই থাকবে মানুষের আধিপত্য। এজন্যই মানুষকে বুদ্ধি, শিক্ষা ও দক্ষতা দিয়ে মেশিনের চেয়ে আলাদা থাকতে হবে।

ডেমিস হাসাবিস তরুণ শিক্ষার্থীদের অনুরোধ করেন—বিশ্ববিদ্যালয় জীবন শুধু সিলেবাসের মধ্যেই সীমাবদ্ধ না রেখে যেন তারা সময় বের করে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী বিষয়ের সঙ্গে পরিচিত হয়।

তিনি বলেন, ‘এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন শেখা, পরীক্ষা করা, ভুল করা, আবার শেখার সুযোগ রয়েছে। কাজেই প্রযুক্তির গহনে ঢুকে পড়া এখনই সবচেয়ে ভালো সময়।’

তিনি পরামর্শ দেন শিক্ষার্থীদের বিভিন্ন ওপেন সোর্স প্ল্যাটফর্মে কাজ করতে, AI ল্যাব ঘাঁটতে, ফ্রি অনলাইন কোর্স করতে, এবং নিজের আগ্রহ অনুযায়ী বাস্তব সমস্যা সমাধানের প্র্যাকটিস চালিয়ে যেতে।

তাঁর ভাষ্যমতে, ভবিষ্যতে জেতার জন্য শুধু কঠিন টেকনিক্যাল জ্ঞানই যথেষ্ট নয়। এর সঙ্গে প্রয়োজন নিজেকে বদলাতে পারার মানসিকতা।

হাসাবিস বলেন, ‘মানুষের শক্তি কেবল বুদ্ধিমত্তা নয়, বরং মানিয়ে নেওয়ার ক্ষমতা। এটাই মানুষের শ্রেষ্ঠত্ব। তাই যে নিজেকে বদলাতে পারবে, সে-ই টিকে থাকবে।’

তিনি আরও বলেন, ‘এআই কেবল ভবিষ্যৎ নয়, এটি এখনকার বাস্তবতা। এটি এখনই আমাদের জীবনে ব্যাপক প্রভাব ফেলছে। সময় চলে যাচ্ছে। এই সময় যার হাতে থাকবে এআই জ্ঞান, তার হাতেই থাকবে আগামী দিনের শক্তি।’

ডেমিস হাসাবিসের এই বক্তব্য তরুণদের জন্য একটি স্পষ্ট বার্তা দেয়—এআইকে ভয় নয়, বরং বোঝা এবং নিজের অনুকূলে ব্যবহার করা শিখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট