বুধবার (২৮ মে) সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রফতানির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাকে ধরতে সময় লেগেছে। চেষ্টা করা হচ্ছে—সব দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনা হবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।
এদিন সকালে আম রফতানি কার্যক্রম উদ্বোধন করেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কৃষকদের উৎপাদনে উৎসাহ দিতে হবে, তাহলেই উৎপাদন বাড়বে। কৃষকের উপকারে কাজ করলেই ভোক্তা উপকৃত হবে।