মোঃ বাহার মিয়া, বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় সাপের কামড়ে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক মিল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন ২০২৫) রাতে উপজেলার ভালুকা ইউনিয়নের মেহেরাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জাহাঙ্গীর চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুল বাসারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম মেহেরাবাড়ি গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় সুলতানা সুয়েটার মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি তার ভাড়া বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে একটি বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত সাপ নিধন ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন।