স্টাফ রিপোর্টার:
ভালুকায় শহীদ জিয়া স্মৃতি নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার কৈয়াদী সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া স্মৃতি নারী ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্টিত হয়। ৫নং ওয়ার্ড কৈয়াদীর সাবেক মেম্বার ও ১নং উথুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও ভালুকা পৌর মৎসজীবি দলের যুগ্ম-আহবায়ক মুহাম্মদ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মুর্শেদ আলম।
খেলায় গাজীপুর ও ময়মনসিংহ নারী ফুটবল দল অংশ গ্রহন করেন। খেলার পুরো সময় দু দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয় হয়। কোন দলই গোল করতে পারেনি। আয়োজক কমিটি দুই দলকেই বিজয়ী ঘোষনা করে। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে লক্ষ টাকা প্রাইজমানি তুলে দেন। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, এছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন, রুহুল আমীন,বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী কমান্ডার, সদস্য সিরাজুল ইসলাম ঢালী, ইমতিয়াজ আহমেদ বুলবুল সহ স্থানীয় গণ্যমান ব্যাক্তিবর্গ। এসময় হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন।