স্টাফ রিপোর্টার:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষের মৃত্যু ও আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ভালুকা পৌর বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব হাতেম খান।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে আলহাজ্ব হাতেম খান এক শোকবার্তায় বলেন, ‘উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের অসংখ্য শিক্ষার্থীর মৃত্যু এবং দেড় শতাধিক আহতের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি।’
তিনি আরো বলেন, ‘এই ঘটনায় সমগ্র জাতি শোকে স্তব্ধ।
আমি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ নিহতদের শাহাদাতের মর্যাদা দান করুন এবং তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।’