সংস্কার কমিশনগুলোর দেওয়া সুপারিশের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে গণঅধিকার পরিষদ। মোট প্রস্তাবনার প্রায় ৮৫ শতাংশের সঙ্গে একমত, বাকি ১৫ শতাংশের কিছু ক্ষেত্রে আংশিক একমত এবং কিছু ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছে দলটি।
বুধবার (৯ এপ্রিল) সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কো-চেয়ারম্যান অধ্যাপক ড. আলী রীয়াজের কাছে এ প্রস্তাবনা জমা দেয় গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর ও গণমাধ্যম সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতা শাকিল আহমেদ বলেন, আমরা অর্ন্তবর্তীকালীন সরকারকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকারে রূপদান করে অধ্যাদেশের মাধ্যমে সংস্কার কৃত সংবিধান কার্যকর করা এবং এই সংস্কারকৃত সংবিধানের অধীনে নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছি।
মোট প্রস্তাবনার প্রায় ৮৫ শতাংশ একমত,বাকি ১৫ শতাংশের ক্ষেত্রে আংশিক একমত ও একমত নই।
এছাড়াও একই ব্যক্তি একসাথে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হিসেবে থাকতে পারবে না। দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এনসিসি গঠনের মত গুরুত্বপূর্ণ বিষয়ে একমত পোষণ করেছি।
তাছাড়া পৌরসভা নির্বাচনে সরাসরি জনগণের ভোটের দাবি জানিয়ে সংস্কার কমিশনের মতামতের বিরোধিতা করা হয় ও সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের পরিবর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার প্রস্তাব করা হয়। এছাড়াও ৭০ অনুচ্ছেদ সংশোধনের ও নির্বাচনে প্রার্থীদের বয়স ২৩ বছর করার পক্ষে মত দিয়েছে গণঅধিকার পরিষদ।