বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। আগামী এক মাসের মধ্যেই এই আধুনিক ওয়ালেট প্রযুক্তি দেশের আর্থিক খাতে নতুন মাত্রা যোগ করতে চলেছে।
গুগল পে, যা ‘গুগল ওয়ালেট’ নামেও পরিচিত, ব্যবহারকারীদের স্মার্টফোনের মাধ্যমে যেকোনো এনএফসি-সাপোর্টেড টার্মিনালে নিরাপদ এবং দ্রুত অর্থ পরিশোধের সুবিধা দেবে। এতে গ্রাহকদের আর আলাদা করে প্লাস্টিক কার্ড বহন করতে হবে না।
এই সেবার আওতায় গ্রাহকরা মোবাইল ফোন ব্যবহার করে বিমান ভ্রমণের টিকিট, দোকানপাটে কেনাকাটা, সিনেমা টিকিট এবং আরও বিভিন্ন ধরনের পেমেন্ট করতে পারবেন।
প্রাথমিকভাবে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের ভিসা ও মাস্টারকার্ড (যেগুলো বাংলাদেশি মুদ্রায় রয়েছে) গুগল ওয়ালেট অ্যাপের সঙ্গে যুক্ত করতে পারবেন। পরবর্তীতে দেশের অন্যান্য ব্যাংকও এই প্ল্যাটফর্মে যুক্ত হবে বলে জানা গেছে।
এই উদ্যোগ দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও আধুনিক এবং কার্ডবিহীন করে তোলার পথে এক বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।