স্টাফ রিপোর্টার:
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জামায়াত, এনসিপি ও আওয়ামী দোসরদের বিরুদ্ধে বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ভালুকা অটো টেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিএনপির কার্যালয়ে এসে মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা অটো টেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরমান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, কার্যকারী সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রউফ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন, পাচঁ রাস্তা মোড়ের রোড পরিচালনা কমিটির সভাপতি মোঃ এসএম সোহাগ মিয়া সাধারণ সম্পাদক দুলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।